বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রাম সংলগ্ন মহিষকাটাখালী নদী থেকে শর্মী (৫) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশের খালে পড়ে নিখোঁজ হয় শর্মী। দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মহিষকাটাখালী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন