স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত জালাল উদ্দিনকে (৪২) বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত গভীর রাতে কক্সবাজারের মহেশখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ছয়টি এসবিবিএল বন্দুক, দু'টি ওয়ান শ্যুটার গান, ১৫টি তাজা গুলি ও ৩৫টি গুলির খোসা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, জালাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত। তার নামে আটটি ডাকাতির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুর্ধর্ষ এ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ