বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ সুজাউদ্দিন সুজাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে বাগেরহাটের নাগেরবাজার এলাকা থেকে বাগেরহাট মডেল থানা পুলিশের এএসআই তকিবুরের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
বাগেরহাট থানার ওসি মিজানুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুজাউদ্দিনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি বর্তমানে থানা হাজতে রয়েছেন।
ওসি (তদন্ত) অনুকূল চন্দ্র বলেন, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে আটককারী অফিসার(এএসআই তকিবুর) থানার বাইরে থাকায় উদ্ধারকৃত ইয়াবার সংখ্যাটা বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব