নাশকতার দু'টি মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ৫১ জন নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের আইন শৃংখলা বিঘ্নকারী বিচারিক আদালতের বিচারক আলাউল আকবর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন।
একটি মামলায় ১৮ জন এবং অপর মামলাটিতে ৩৪ জন আসামি ছিলেন। এর মধ্যে খালেদ সাইফুল্লাহ সোহেল দু'টি মামলাতেই আসামি ছিলেন। আসামিরা সকলেই এর আগে জামিনে মুক্ত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার রশিদাবাদ ও লতিবাবাদ এলাকায় দুটি গাড়ি পুড়ানো হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব