ময়মনসিংহ সদর উপজেলার উজান ঘাগড়া এলাকায় টাকা নিয়ে বিরোধের জের ধরে সুলতান (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বন্ধু ফরহাদ।
বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান স্থানীয় ডিকেজিএস ইউনাইটেড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সুলতানকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধু ফরহাদ ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর অভিযুক্তকে ধরা হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন