মাগুরা পুলিশের বিশেষ অভিযানে এক সহযোগিসহ মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর আম বাগান এলাকা থেকে পুলিশ জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও সোহাইব নামে তার এক সহযোগিকে গ্রেফতার করেছে। আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে জঙ্গী তৎপরতা অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থানায় নাশকতার অভিযোগে ৬ টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন