ময়মনসিংহের ধোবাউড়ায় শাহিদা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া গ্রামে শাহিদার শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, ইজারাপাড়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের স্ত্রী শাহিদা আক্তার তার শাশুড়ি জোহরা খাতুনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, শাহিদার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জোহরা খাতুন, শাহিদার স্বামী দেলোয়ার হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন