পাবনা শহরের লাইব্রেরী বাজার এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে মুন্না চৌধুরী (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুন্না পাবনা পৌর সদরের গোবিন্দা এলাকার মৃত রওশন আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় লাইব্রেরী বাজার এলাকায় মুন্না চৌধুরীর ছোট ভাই রাজিবের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাজিব বিষয়টি তার বড় ভাই মুন্নাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। এ সময় ওই যুবকদের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় যুবকরা মুন্নাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত মুন্নাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন