ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউপি নির্বাচন চলাকালে পুলিশের গুলিতে আহত নাজমুলের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের করণিক আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ জুন ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচন চলাকালে দুপুরে গফরগাঁওয়ের সালটিয়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন ও আব্দুল করিমের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে।
পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শাহজাহান (৪৮) নামের একজন স্ট্রোক করে মারা যান ও কমপক্ষে সাতজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে তিনজন গুলিবিদ্ধ হন। এরা হচ্ছেন- নাজমুল (৩০), ফয়সাল (২২) ও মোজাহিদ (২৯)। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে নাজমুল বৃহস্পতিবার রাতে মারা যান।
জানা যায়, নিহত নাজমুল গফরগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা ছিলেন। এছাড়াও তিনি স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বিশ্বস্থ হিসেবে গোটা উপজেলায় পরিচিত।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ