দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুরে ট্রাকের ধাক্কায় সেলিনা হেমব্রন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা উপজেলার আবিরপাড়া গ্রামের লাজারুশ টুডুর স্ত্রী।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে উপজেলার বিরাহিমপুর কাচারি থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ