মেহেরপুরে ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭জন, সিআর মামলায় ২ জন ও ১৫১ ধারায় একজন আসামি রয়েছেন। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ