ঝিনাইদহে বিশেষ অভিযানে ৪ জামায়াত কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলার সদর উপজেলাসহ ৬টি উপজেলায় পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গতরাতে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
এছাড়া জেলার শৈলকুপায় ৩, হরিনাকুন্ডুতে ৭, কালীগঞ্জে ২, কোটচাদপুরে ২ এবং মহেশপুরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪ জন জামায়াত কর্মী এবং বাকিরা বিভিন্ন মামলার আসামি।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ