লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শারমিন (৮) নাম এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে শুক্রবার (জুন ১০) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শারমিন একই এলাকার সানাউল্যার মেয়ে ও রাখালিয়া ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি সদস্য আবদুল আহাদ মুরাদ চৌধুরী বলেন, ''সকালে পরিবারের সদস্যদের অগোচরে পুকরে ডুবে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।''
বিডি-প্রতিদিন/ এস আহমেদ