'নারী মুক্তি, মানব মুক্তি' এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামালের জীবনী নিয়ে ঠাকুরগাঁও মহিলা পরিষদের পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও আমাদের বাজার মার্কেট মহিলা পরিষদের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভিন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, প্রশিক্ষণ গমবষণা পাঠাগার সম্পাদক রোমা রানী ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাবিন ইসলাম লিজা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম পারুল প্রমুখ।
পাঠচক্রে বিভিন্ন স্কুল, কলেজের প্রায় ১ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ