মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন উপজেলা থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, অহিদুর রহমান (৩০), আরিফুর রহমান (২৩), মোস্তাকিম আলী (২০), ফরহাদ মিয়া (২৭), জগলু মিয়া (২৭), জামাল হোসেন (২৪), রনি মিয়া (২৯) ও আব্দুল আহাদ। আটককৃতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এছাড়া কুলাউড় ও জুড়ী উপজেলা থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কন্ট্রোল রুম থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-১৩