কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার ১৭টি থানার পুলিশ পৃথক ভাবে এ অভিযান চালায়।
শনিবার বিকালে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পুলিশের এ বিশেষ অভিযানে ১০১ জন গ্রেফতারকৃতদের মাঝে বিএনপি-জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি। তবে এ বিশেষ অভিযানে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।
গ্রেফতারকৃত মামলার আসামিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে এ পর্যন্ত জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-১৫