সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সাঁড়াশি অভিযানের ২য় দিনে আজ বিকাল পর্যন্ত নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপি'র ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা পুলিশ কেন্দুয়া উপজেলা বিএনপির নেতা মোস্তফা কামাল, আমিনূল ইসলাম, রফিকুল ইসলাম, খোকন মিয়া, দূর্গাপুর উপজেলা বিএনপির নেতা জুনাইদ মিয়া, খালিয়াজুরী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন জামায়েতের সভাপতি ডাঃ হাদিউল ইসলাম, জামায়াত কর্মী ওয়াদুদ মিয়া, মোহনহগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী মোঃ নজরুল ইসলামসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এছাড়া পুলিশ সুপার জয়দেব চৌধুরী আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের নামে নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার এবং আন্দোলনের নামে নানা স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-১৭