গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাজেদা বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নিপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদা নিপানিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বিকেলে সবার অজান্তে নিজের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন মাজেদা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি বলে জানান এসআই।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন