কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুর দেড়টার দিকে ইনানীস্থ পাঁচতারকা মানের হোটেল রয়েল টিউলিপের অদূরে সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আরিফুল ইসলাম জানান, আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহের শরীরে কোন কাপড় ছিল না। তাছাড়া শরীরে কোন আঘাতের চিহ্নও নেই। মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-২০