বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মী, সাজাপ্রাপ্ত, পরোয়ানাসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল পর্যন্ত বাগেরহাটের ৯টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
তবে এসময় পুলিশ কোন বিষ্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, বাগেরহাটের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দেহভাজন দুই জামায়াত কর্মী, বিভিন্ন মামলার চারজন সাজাপ্রাপ্তসহ মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এসময় কোন বিষ্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
উল্লেখ্য, সর্বশেষ ৪৮ ঘন্টার পুলিশের বিশেষ অভিযানে বাগেরহাটে ১৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-২১