নীলফামারীতে ট্রলির ধাক্কায় শিপন ইসলাম (১২) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ইটাখোলা-পাঁচমাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাইসাইকেল যোগে শিপন বাড়ি ফেরার পথে ইটাখোলা ইউনিয়ন পরিষদের সামনে ধান বোঝাই ট্রলিটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, দুর্ঘটনায় জড়িদ ট্রলিসহ চালক ও সহকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৬/হিমেল-২৪