কক্সবাজারের চকরিয়া ও কুতুবদিয়া উপজেলায় শনিবার বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. বাবুল (৪৫) ও নুরুল আলম (৪৫)।
জানা গেছে, শনিবার বিকেলে বজ্রপাতে চকরিয়া উপজেলায় কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র মো. বাবুল (৪৫) মৃত্যু হয়।
কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, বিকট শব্দের বজ্রপাতে মো. বাবুল (৪৫) নামের এ ব্যক্তির মৃত্যু হয়।
অপরদিকে, বিকেলে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ছিদ্দিক হাজীর পাড়া গ্রামে বজ্রপাতের ঘটনায় সিরাজুল ইসলামের পুত্র নুরুল আলম (৪৫) এর মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন