চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৩৬) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪-৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা এলাকায় শাহ আমিন সার্ভিসের বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত মহিলা মেম্বার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ মল্লিক চৌয়াং চৌধুরী পাড়ার এলাকার বাসিন্দা রাশেদা বেগম টমটমের যাত্রী ছিলেন। শাহ আমিন বাসটি টমটমকে ধাক্কা দিলে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান রাশেদা বেগম।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ জুন ১৬/ সালাহ উদ্দীন