নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ আব্দুল জব্বার আল মারুফ শ্যামল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানান
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন।
আটক আব্দুল জব্বার মায়ারবাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে।
এসআই তছলিম উদ্দিন জানান, আব্দুল জব্বারের বিরুদ্ধে মাদক ব্যবসা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মধ্য রাতে মায়ারবাড়ি এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব