পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আরিফুল ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে পাবনা শহরের ঘোষপুর এলাকা তাকে আটক করা হয়।
আটককৃত আরিফুল ইসলাম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডে হত্যাকাণ্ডেরর ঘটনায় সন্দেহজনক হিসেবে আরিফুলকে আটক করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ আরও জানান, আটক আরিফুল ওই এলাকার ইসার শিল্পী মসজিদের খণ্ডকালিন ইমাম এবং ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হলে মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর শুক্রবার রাতেই সেবাশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতদের নামে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব