চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামে প্রতিবেশী মো. খোকনের ইটের আঘাতে হামিদা বেগম (৫০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
জমিতে শ্রমিক হিসেবে কাজ করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগম দক্ষিণ চাঁদপুরের মো. মহিউদ্দিনের স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত খোকনের পরিবার পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে দক্ষিণ চাঁদপুর গ্রামের এরেং মন্ডলের ছেলে মহসিন আলীর সাথে প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে সুমন মিয়ার চাষের জমিতে শ্রম দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহসিনের ছেলে খোকন একটি ইটের টুকরো ছুঁড়ে মারলে তা পাশে থাকা হামিদা বেগমের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান হামিদা বেগম।
দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অাইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব