মুখোশধারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও গুলিতে আহত জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার ভোর ৬টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান নিহতের বড় ভাই মুকুল মাস্টার।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, চেয়ারম্যান আজাদ ৪ জুন রাতে একই উপজেলার দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল মুখোশধারী তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে। আট দিন চিকিৎসার পর তিনি ঢাকায় মারা যান।”
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব