সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকার হেরোইনসহ দেলজান (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক দেলজান উপজেলার জামতৈল গ্রামের লালন সরকারের স্ত্রী।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ্যাডিশনাল এসপি আকরামুল হোসেন রবিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেলজানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে দুই লক্ষাধিক টাকা সমমূল্যের ২৬ গ্রাম হেরোইন ও নগদ সাড়ে ছয় হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব