দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহ ব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে নোয়াখালীতে সন্ত্রাস ও জঙ্গি দমনে ৩য় দিনে জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ অফিস সুত্রে জানা যায়, সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের ৩য় দিনে নোয়াখালীতে জামায়াত-শিবিরের ১২ জন ও বিএনপির ১ জনসহ বিভিন্ন মামলায় ৫৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাত থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৬/হিমেল-১৩