নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী আবদুল মালেক (৩৫)-কে এলজিও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে বদলকোর্ট ইউনিয়নের মেকারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মালেক ওই ইউনিয়নের মেকারচর গ্রামের আতিক উল্যার ছেলে।
চাটখিল থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আবদুল মালেককে একটি এলজিও গুলিসহ রবিবার ভোরে গ্রেফতার করা হয়। মালেক দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন প্রকার অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে চাটখিল থানায় ৬টি মামলাও রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ জুন, ২০১৬/ আফরোজ