ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতারকৃত জেএমবি সদস্য মুখলেছুর রহমানকে (৪৭) রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দুল্লা ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার এস আই রাশেদ হাসান জানান, মুখলেছুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সাড়ে তিন বছর কারাভোগ করার পর জামিনে বেরিয়ে আসেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১২ জুন, ২০১৬/ আফরোজ