চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনটি হোটেল, একটি ফলের দোকান ও চার মুদি দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক দামুড়হুদা নির্বাহী অফিসার ফরিদুর রহমান এ আদেশ দেন।
দামুড়হুদা নির্বাহী অফিসার ফরিদুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে তিনটি খাবারের হোটলে সাড়ে ৩ হাজার টাকা, প্রিজারভেটিভযুক্ত আম বিক্রির দায়ে একটি ফলের দোকানে ২ হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় চার মুদি দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৬/হিমেল-১৫