কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালক মানিক মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, একই গ্রামের মনতাজুর রহমানের পুত্র তারেক (১৮) ও আবদুস সোবহানের পুত্র হানিফ মিয়া (৪২)।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৬/হিমেল-১৬