নীলফামারীতে বিশেষ অভিযানে জেএমবি’র এক সদস্যসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্য আমজাদ হোসেন (৪৫) জলঢাকা শহরের ডাঙ্গাপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে।
রবিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৬/হিমেল-১৭