দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাইভেট কারের চাঁপায় প্রদিপ চন্দ্র (৬০) নামে এ্ক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদিপ চন্দ্র দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিন সাহাবাজপুর গ্রামের মৃত প্রফুল্য চন্দ্রের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, নিহত প্রদিপ চন্দ্র বাইসাইকেল যোগে ফুলবাড়ী বাজারের আসার পথে বারকোনা মোড়ের বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-১১-২৫১২) স্বজরে চাপা দেয়। এতে বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
পরে পুলিশ স্থানীয় জনতার সহযোগীতায় আহত প্রদিপকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, নিহত প্রদিপ ২০০৬ সালের ২৬ আগষ্ট ফুলবাড়ী রক্ষার আন্দোলন করতে গিয়ে তৎকালিন বিডিআরের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৬/হিমেল-১৮