কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউপির জামায়াতসমর্থিত সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক অপর দু’জন হলেন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে নুর’ল ইসলাম(৫০) ও চিওড়া ইউনিয়নের শফিকুর রহমানের ছেলে জাফর আহমেদ(৩৪)। গতকাল শনিবার বিকেল থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, আটককৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৬/শরীফ