নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ৬ উপজেলায় এ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য কৃষ্ণপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম খোকন (৪৫), সিংগাইর উপজেলার চর চামটা এলাকার মুনছুর হোসেনের ছেলে বাবু মিয়া (২৮), সাটুরিয়া উপজেলার রাইল্যা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৫), শিবালয়ের গাংধাইর এলাকার আছির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৫), হরিরামপুরে দানিস্থপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে মঞ্জুর হোসেন (২৬) ও ঘিওরের বেড়াভাঙ্গা এলাকার মৃত রওশন আলীর ছেলে আক্কাস আলী (৪৫)।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব