ফরিদপুরের শহরের উত্তর আলীপুর এলাকায় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পরে আব্দুল আলীম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর আলীপুরের বাসীন্দা আব্দুল আলীম বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের রেল ব্রিজ পার হচ্ছিলেন। এসময় উক্ত স্থান দিয়ে যাওয়ার সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি রেলের ইঞ্জিনের নিচে চাপা পরে সে। এসময় ঘটনাস্থলেই আব্দুল আলীম মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। নিহত আলিম ফায়ার সার্ভিসের অবরসপ্রাপ্ত কর্মী ছিলেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৬/শরীফ