ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার বল্লমের আঘাতে চাচা মতি মাতুব্বর খুন হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামে এ ঘটনা ঘটে।
সালথা থানা সূত্রে জানা যায়, রাতে আয়নাল মাতুব্বরকে নিজ বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছিল ভাই মতি মাতুব্বর। এসময় বাড়ির বাইরে লুকিয়ে থাকা পিকুল মাতুব্বর বল্লম দিয়ে মতি মাতব্বরকে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় মতি মাতুব্বরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব