নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় তাওহিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে ওই এলাকা শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তানভির হোসেন।
এর আগে, গত ১৬ জুন সকালে নিজ বাড়ি নোয়াপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে তাওহিদ।
এসআই তানভির হোসেন জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব