সাতক্ষীরার আট থানায় বিশেষ অভিযান চালিয়ে এক জেএমবি সদস্য এবং ৭ জামায়াত-শিবির কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
গ্রেফতারকৃত জেএমবি সদস্য মনোয়ার হোসেন উজ্জ্বর শহরের ইটাগাছা এলাকার মনির উদ্দীনের ছেলে।
এসআই কামাল হোসেন জানান, অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ২ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব