কুমিল্লার চৌদ্দগ্রামে ২শ’ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই খুচরা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন পৌর এলাকার রামরায় গ্রামের আবদুল মালেকের ছেলে মানু মিয়া (৩০) ও চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের লাল মিয়ার ছেলে বেলাল হোসেন (৪০)।
চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম মিয়া ও কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন মজুমদার জানান, 'শুক্রবার গভীর রাতে একশ’ ৯০ পিস ইয়াবাসহ মানু মিয়াকে ও ৩০ পিস ইয়াবাসহ বেলাল হোসেনকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তাদের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও তারা দাবি করেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৬/শরীফ