গত ৬ মাসে কুমিল্লায় বিজিবির সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়ন ৬০ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫৮২ টাকার চোরাচালানের মালামাল আটক করেছে। এর মধ্যে মাদকদ্রব্য ১৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৪৩৩ টাকার। মালামাল জব্দের এসব ঘটনায় মোট ২৬০ জন আসামিকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিজিবি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান ও সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. নাহিদুজ্জামান।
প্রেস বিফ্রিংয়ে আরো জানানো হয়, ফেনী থেকে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পর্যন্ত কুমিল্লা সেক্টর। এ সেক্টরের ৩০৮ কিলোমিটার সীমান্তের মধ্যে স্থল সীমান্ত ২৮৩ কিলোমিটার। জল সীমান্ত ২৫ কিলোমিটার। সর্ব শেষ ১৬ জুন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সালুকিয়া গ্রাম এলাকা থেকে সেক্টর সদর দপ্তরের একটি দল ১৬ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকার মালামাল আটক করে।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৬/শরীফ