ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী সহ সারা দেশে স্বাধীনতা বিরোধী জঙ্গী গোষ্ঠী কর্তৃক গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি একরামুল হক লিকু, ঝিনাইদহ সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রতিবাদী বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সারা দেশে স্বাধীনতা বিরোধী জঙ্গী গোষ্ঠী কর্তৃক গুপ্ত হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এসব হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টামুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ মে নিজ বাড়ি থেকে স্থানীয় সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় সদর উপজেলার মহিষাভাগাড় বিল নামক স্থানে পৌঁছালে সকাল সাড়ে ৯ টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-০৪