চুয়াডাঙ্গায় পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার শহীদ আবুল কাশেম সড়কের বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা। এরপর মিছিলে বাধা পেয়ে ওই স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু জানান, পুলিশের বাধার কারনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির মিছিলটি পণ্ড হয়ে যায়। তবে নেতাকর্মীরা পুলিশি বেষ্টনির মধ্যে তাৎক্ষণিক সামবেশ করেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-০৫