দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ আরিফ (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ২৫ বাস যাত্রী।
নিহত আরিফ পঞ্চগড় জেলার জালাশীর মোড় এলাকার মোঃ আজিজুল হকের ছেলে।
শনিবার দুপুর ৩টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ভাতগাঁও সিপি ইন্ডাস্ট্রিজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার এসআই মোঃ এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করার কারণে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন