বাগেরহাটের মোরেলগঞ্জে শহিদ দফাদার (৪৫) নামে এক মাদক সম্রাটকে ইয়াবা ও জাল টাকাসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে শহিদকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের পক্ষ্ থেকে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আটক মাদক সম্রাট শহিদ দফাদার মোরেলগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অলিউর রহমানের ছোট ভাই। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানায়, র্যাব সদস্যারা শুক্রবার রাতে মাদক সম্রাট শহিদকে তার বাড়ি থেকে ২শ’ ৯৫ পিস ইয়াবা ও ১৮ হাজার ২শ’ টাকার জাল নোটসহ আটক করে।
শনিবার দুপুরে র্যাব-৬ এর ডিএডি মাহফুজুর রহমান বাদী হয়ে শহিদ দফাদারের বিরুদ্ধে ইয়াবা ও জাল টাকা রাখার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-০৯