ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, সরকার বিরোধী শক্তি মাথা চাঁড়া দিয়ে উঠার চেষ্টা করছে। এ জন্য তারা টার্গেট কিলিং মিশনে নেমেছে। কিন্তু এভাবে সরকার উৎখাত করা যাবে না। এ সব সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করতে সকল মুক্তিযোদ্ধাদের এক সাথে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার বিকেলে বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১৫৫ জন দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে লাখ নব্বই হাজার টাকার চেক বিতরন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন ও বেগম রেখা পারভীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ ছিদ্দিকী, সহকারী কমান্ডার কেএম জহুরুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন