কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নুরুল আবছার খোকন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে টেকনাফের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
নুরুল আবছার খোকন (২৮) নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র এবং এজাহার নামীয় প্রধান আসামী নুরুল হক ভূট্টোর ভাই।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, গত ১৩ মে টেকনাফের নাজিরপাড়া এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে ৫ সাংবাদিককে কুপিয়ে আহত করে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল হয়েছে। ওই মামলার ৩ নম্বর আসামি নুরুল আবছার খোকন।
তদন্ত কর্মকর্তা এসআই কাঞ্চন কান্তি দাশ জানান, এ নিয়ে মামলার চার্জশিটভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হল।
উল্লেখ্য, গত ১৩ মে পেশাগত দায়িত্বপালনকালে টেকনাফে নাজিরপাড়ার হামলার শিকার হন সময় টিভির স্টাফ রির্পোটার সুজাউদ্দিন রুবেল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুসহ ৫ সাংবাদিক।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-১৫