কুমিল্লার চান্দিনায় এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে মো. মোর্সেদ আলম (২৮) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সুমন চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
মোর্সেদ আলম জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি কে.বি ইন্টারন্যাশনাল লাইলিন মিলের সিকিউরিটি গার্ড।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত সিদ্দিকী জানান, শুক্রবার রাত ১০টায় আশা জুট মিলের এক শ্রমিক (১৫) ডিউটি শেষে বাড়ি ফিরছিল। এসময় মোর্সেদ তাকে জোর করে রাস্তার পাশের জঙ্গলে টেনে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এসে মোর্সেদকে ধরে পুলিশে দেয়।
পরে সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন